সাতক্ষীরায় সরকারি দুর্নীতির খবর সংগ্রহ করতে গিয়ে কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুর আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে নিন্দা জানায় সংগঠনটি।
সংগঠনটি জানিয়েছে, কর্তব্যরত একজন সাংবাদিককে লাঞ্ছিত করা এবং পূর্ণাঙ্গ তদন্ত ছাড়াই তাকে কারাগারে পাঠানো সংবাদপত্রের স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন এবং প্রশাসনিক ক্ষমতার অন্যায্য অপব্যবহার।
বিজেআইএম সুলতান টিপুর অবিলম্বে মুক্তি এবং ইউএনও ও প্রকৌশলীর কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করে।
এর আগে গত মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
জানা যায়, সরকারি নির্মাণকাজে অনিয়মের অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করতে গেলে কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা লাঞ্ছিত করেন। বিষয়টি উভয় পক্ষই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে। পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল একপক্ষের অভিযোগ শুনে সাংবাদিক টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন।